সাইবেরিয়ার কয়লা খনিতে আগুনে নিহত ৯
রাশিয়ার সাইবেরিয়ার একটি কয়লা খনিতে আগুন লেগে কমপক্ষে ৯ জন নিহত ও আরো ৪৪ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ঘটা এই দুর্ঘটনায় আরো অনেকে ওই খনিটির ভেতর আটকে পড়েছেন।
দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক খনি কর্মকর্তার বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানায়, কয়লার গুঁড়োতে আগুন লেগে যায় এবং এর ধোঁয়া ভেন্টিলেশন সিস্টেমকে বন্ধ করে দেয়। এতে হাতহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় খনিতে ২৮৫ জন শ্রমিক কর্মরত ছিল। তাদের মধ্যে ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলমান। তবে মাত্রাতিরিক্ত ধোঁয়ার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে।
কর্তৃপক্ষ এর মধ্যে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। তারা খুঁজে দেখবে এই দুর্ঘটনার পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড আছে কি-না।