হাফ ভাড়া ইস্যুতে সব পক্ষকে নিয়ে বৈঠক চলছে
হাফ ভাড়া সংক্রান্ত ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে বৈঠক চলছে।
আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় এ বৈঠক শুরু হয়।
এদিকে ভবনের নিচে অবস্থান নিয়ে হাফ পাশের দাবিতে আন্দোলন করছেন ছাত্ররা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নিয়েছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। এছাড়াও সভায় অংশ নিয়েছেন পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা।
Posted in: জাতীয়