বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » হাফ ভাড়া ইস্যুতে সব পক্ষকে নিয়ে বৈঠক চলছে

হাফ ভাড়া ইস্যুতে সব পক্ষকে নিয়ে বৈঠক চলছে 

164152kalerkantho_jpg

হাফ ভাড়া সংক্রান্ত ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে বৈঠক চলছে।

আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় এ বৈঠক শুরু হয়।

এদিকে ভবনের নিচে অবস্থান নিয়ে হাফ পাশের দাবিতে আন্দোলন করছেন ছাত্ররা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নিয়েছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। এছাড়াও সভায় অংশ নিয়েছেন পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone