হুনানে সাড়ে তিন হাজার বছর আগের পানপাত্রের সন্ধান
মধ্যচীনের হুনান প্রদেশে শাং রাজবংশের (খ্রিষ্টপূর্ব ১০৪৬-১৬০০) সময়কালের দুটি ব্রোঞ্জের পাত্রের সন্ধান পাওয়া গেছে। হুনানের ইনস্টিটিউট অব কালচারাল রিলিক্স অ্যান্ড আর্কিওলজি শুক্রবার এ তথ্য জানায়।
সন্ধান পাওয়া দুটি পাত্রের একটি হলো ১৩.৪৫ কেজি ওজনের একটি বিরল ব্রোঞ্জের মদ পানের পাত্র। এটি মিলুও শহরের ইয়ংকিং গ্রামে পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকদের মতে, এটির একটি বিরল আকৃতি রয়েছে। সেই সঙ্গে রয়েছে অনন্য বুলিং-চোখযুক্ত প্রাণীর মুখের প্যাটার্ন।
২.২৫ কেজি ওজনের আরেকটি ব্রোঞ্জের পাত্র একই রাজবংশের, একই সময়ের- ওখান থেকেই পাওয়া গেছে।
প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন, আবিষ্কারটি ইয়াংজি নদীর অববাহিকায় ব্রোঞ্জ সংস্কৃতির নিয়ে আলোচনাকে সমৃদ্ধ করবে। সেই সঙ্গে প্রাচীন চীনা ব্রোঞ্জ সভ্যতাবিষয়ক অধ্যয়নের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে থাকবে।