ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭৪ জন। শনিবার (২৭ নভেম্বর) দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩১৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬২১ জনের। শনিবার (২৭ নভেম্বর) দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৬৫। দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৫৫৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৭২ হাজার ৫২৩। অন্যদিকে, বিশ্বে আতঙ্ক তৈরি করেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ৩৫৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ১০ লাখ ২৫ হাজার ১৪৯।এখনও সংক্রমণের শীর্ষে কেরালা। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার ৭৪১ জন। মৃত্যু হয়েছে ৫৫৪ জনের। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে ৫০৭ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে প্রায় ১২২ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে ।