বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা

করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা 

Omicron_Varient_Corona_Viru (1)

করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে দেশে সামাজিক রাজনৈতিক, ধর্মীয় ও জনসমাগম নিরুৎসাহিতসহ ১৫টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়েসহ আক্রান্ত দেশগুলোতে আগত যাত্রীদের বন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং করতে হবে। সকল ধরনের জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক পরিধান করে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। রেস্তোরাঁতে বসে খাওয়ার সময় অর্ধেক আসন খালি রাখতে হবে। সকল ধরনের জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদন কেন্দ্রে অর্ধেকের কম লোক অংশগ্রহণ করার কথা বলা হয়েছে। এছাড়া, মসজিদসহ উপাসানালয় ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।আক্রান্ত দেশ থেকে যাত্রীরা আসলে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, টানা একমাস ধরে দেশে করোনার সংক্রমণ নিম্নমুখী, শতকরা হিসেবে তা দেড় শতাংশের মত। কমেছে মৃত্যুর সংখ্যাও। দক্ষিণ আফ্রিকায় ধরা পড়া নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে ইসরায়েল, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডসহ অনেক দেশে। ফলে দক্ষিণ আফ্রিকার সাথে বিমান যোগাযোগ স্থগিত করেছে বেশকিছু দেশ। নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক অবস্থানে বাংলাদেশও।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone