সৌদি আরবে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত ব্যক্তি শনাক্ত
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সৌদি আরবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ আজ বুধবার এই তথ্য জানিয়েছে। সৌদি আরবে প্রবেশের মাধ্যমে করোনার ওমিক্রন ধরন মধ্যপ্রাচ্যে প্রবেশ করল। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। এ ছাড়া ওই ব্যক্তির সংস্পর্শে এসেছে এমন ব্যক্তিদেরও আইসোলেশনে রাখা হয়েছে।সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তি সৌদি আরবের নাগরিক। তবে ওই ব্যক্তি আফ্রিকার কোন দেশ থেকে সেখানে গিয়েছেন, তা জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।
Posted in: আর্ন্তজাতিক