আজ খালেদা জিয়া-বি চৌধুরী বৈঠক
কাজী আমিনুল হাসান, ঢাকা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে আজ বৈঠক করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শাইরুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ ও আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
Posted in: জাতীয়