যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ শিক্ষার্থী নিহত
যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর গুলিতে অপর তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। মার্কিন কর্মকর্তারা বলছেন, নিহত ৩ জনই ওই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। এছাড়া নিহত অপর দুই জন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এই গোলাগুলির ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্রের পুলিশ বলছে, বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর এবং সে একাই এই হামলার জন্য দায়ী। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং হামলাকারী আত্মসমর্পণ করে।
Posted in: আর্ন্তজাতিক