বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বিগ ব্যাশের প্রথম দিনেই ম্যাক্সওয়েলদের লজ্জায় ডুবাল সিক্সার্স

বিগ ব্যাশের প্রথম দিনেই ম্যাক্সওয়েলদের লজ্জায় ডুবাল সিক্সার্স 

1836394

আজ থেতে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের ২০২১-২২ আসর। রবিবার উদ্বোধনী ম্যাচেই গ্লেন ম্যাক্সওয়েলের দল মেলবোর্ন স্টারসকে লজ্জায় ডুবিয়েছে সিডনি সিক্সার্স।

টসে হেরে আগে ব্যাট করে সিক্সার্স। জস ফিলিপে ও জেমস ভিন্স ৯০ রান তুলেন উদ্বোধনী জুটিতে। ভিন্স ৪৪ রানে ফিরে গেলেও ফিলিপে খেলেন ৮৩ রানের ইনিংস। তিনে নেমে অধিনায়ক মইসেস হেনরিক্স ৩৮ বলে অপরাজিত ৭৬ রান করেন। ২০ ওভার শেষে সিক্সার্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২১৩।

২১৩ রান করেও যেন ক্ষুধা মিঠেনি সিক্সার্সদের! ম্যাক্সওয়েলের দল মেলবোর্ন স্টারসকে তারা মাত্র ৬১ রানে গুটিয়ে দিয়ে ১৫২ রানের বিশাল জয় তুলে নেয়। পিটার নেভিল (১৮) ও হিল্টন কার্টরাইট ছাড়া (১০) আর কোনো স্টারস ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। দলপতি ম্যাক্সওয়েল করেছেন মাত্র ৪ রান।

সিক্সার্সের পক্ষে স্টিভ ওকিফে ১৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া শন অ্যাবোট তিনটি ও হেইডেন কের দুটি উইকেট নেন। জস ফিলিপে ম্যাচসেরা হন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone