বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আরেক দেশ

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আরেক দেশ 

143046taiwanJPG800x483

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী চীন একমাত্র বৈধ সরকার। তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুক্রবার তিয়ানজিনে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে একটি সরকারি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছে নিকারাগুয়া সরকার। চুক্তির অধীনে নিকারাগুয়া প্রতিশ্রুতি দিয়েছে, তাইওয়ানের সাথে আর কোনো আনুষ্ঠানিক যোগাযোগ রাখবে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ঝাং জুন নিকারাগুয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই টুইট বার্তায় জানিয়েছে, দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সফল সহযোগিতা ওর্তেগা সরকার উপেক্ষা করেছে। তাইওয়ান বিশ্বের ভালোর জন্য একটি শক্তি হিসেবে কাজ চালিয়ে যাবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone