বিপিন রাওয়াতের লাশবাহী অ্যাম্বুলেন্সও দুর্ঘটনার কবলে পড়েছিল
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রীসহ ১৩ জনের মৃত্যুর পর মরদেহ নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়ে অ্যাম্বুলেন্স। যদিও এ থেকে বড় ধরণের কোন সমস্যা হয়নি বলে জানা গিয়েছে।
কোয়েম্বাটুরের অদূরে মেট্টুপলায়মের কাছে বিপিন রাওয়াতের লাশবাহী অ্যাম্বুল্যান্স দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের দেওয়ালে ধাক্কা মারেন চালক। এতে আহত হন নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশকর্মী-সহ কয়েক জন। দ্রুত দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্স থেকে মরদেহগুলো অন্য গাড়িতে নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে কানুরের ওয়েলিংটনের ‘ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ’-এ মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার হাসপাতাল থেকে জেনারেল রাওয়াত, তার স্ত্রী মধুলিকাসহ ১৩ জনের মরদেহ সুলুরের বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে থেকে বিমান বাহিনীর বিশেষ বিমানে দিল্লিতে মরদেহগুলো পাঠানোর ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছিল। সুলুর এয়ারবেসে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা গিয়েছে বিপিন রাওয়াতসহ সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে যাত্রাপথের বিভিন্ন স্থানে স্থানীয়রা ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন। শুক্রবার বিকালেই হবে শেষকৃত্যানুষ্ঠান।