কাতার সফরে সৌদি যুবরাজ
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান গতকাল বৃহস্পতিবার প্রতিবেশী দেশ কাতার সফরে গেছেন। কাতারের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সৌদি যুবরাজের এটি প্রথম কাতার সফর। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সৌদি যুবরাজকে অভ্যর্থনা জানিয়েছেন। দোহা যাওয়ার আগে সৌদি যুবরাজ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান সফর করেছেন।
জানা গেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের ছয়টি মার্কিন মিত্র দেশ ভ্রমণে বের হয়েছেন মুহাম্মদ বিন সালমান। পরমাণু চুক্তি পুনরুদ্ধারে ইরানের সঙ্গে বিশ্বশক্তির সঙ্গে আলোচনা চলার প্রেক্ষাপটে তার এই সফর চলছে।
সৌদি রাজতন্ত্রের আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এখন যুবরাজের সফরের উদ্দেশ্য। এদিকে কাতারের জন্য সফরটি বেশ তাৎপর্যপূর্ণ।
কয়েক বছর ধরে প্রভাবশালী সৌদি আরব ও তার মিত্রদের সঙ্গে টানাপড়েন চলছিল কাতারের। এর জেরে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসিতে ভাঙন ধরে।