বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বর্তমান বিশ্বে মোড়লদের হাতেই মানবাধিকার ভুলুণ্ঠিত

বর্তমান বিশ্বে মোড়লদের হাতেই মানবাধিকার ভুলুণ্ঠিত 

160544Untitled-3

তথ্য-প্রযুক্তির অবাধ যোগাযোগের সুবাদে মানবাধিকার লঙ্ঘনসহ যেকোনো পরিস্থিতির চিত্র বা তথ্য সাধারণ মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যায়। একমাত্র জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের অধিকার বিষয়ে সামাজিকভাবে অবহিত করতে হবে এবং এ কাজটি একমাত্র সামাজিক সংগঠনই করতে পারে। বর্তমান বিশ্বে মোড়লদের হাতেই মানবাধিকার ভুলুণ্ঠিত। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় সংগঠনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী এসব কথা বলেন।

বক্তারা মনে করেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি নাগরিককে সচেতন হওয়া প্রয়োজন। যে জাতি সচেতন হয় তাদের অধিকার কেউ হরণ করে ছাড় পায় না। স্বাধীনতার পর হতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেছে। তবে অন্য যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো।

সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন উপদেষ্টা পরিষদ চেয়ারম্যান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি., প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ এম.পি., বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।

ভুটানের রাষ্ট্রদূত বলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে যদি সার্ক সদরদপ্তর এ সংগঠনটিকে সহযোগিতা করে। তিনি আরো বলেন, বাংলাদেশের সাথে ভুটানসহ সার্ক দেশসমূহের সম্পর্ক উন্নয়নে এ সংগঠন সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ও সাবেক তথ্য কমিশনের সচিব মো. মুহিবুল হোসেইন, ঢাকা দক্ষিণের সভাপতি নিয়াজ মোর্শেদ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone