সংলাপের মাধ্যমেই সংকট নিরসন সম্ভ
এইদেশ এইসময়, ঢাকা : বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন আবারো প্রধান দুই দলের সংলাপের তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, সংলাপের মাধ্যমেই সংকট নিরসন সম্ভব।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত মিট দ্যা প্রেস-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
লি জুন বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন সংবিধান মেনেই হয়েছে। তবে বাংলাদেশের মানুষ চাইলে দ্রুত আরেকটি নির্বাচন হতে পারে। এটা কঠিন কিছু নয়।
সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সরকারের উদ্যোগকে প্রশংসার দাবিদার উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চীন সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লি জুন বলেন, ব্যবসা-বাণিজ্য বিশেষ করে গার্মেন্টস সেক্টরের উন্নতির জন্য চীন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে।