বিজয় দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প
বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প করবে মগবাজারস্থ ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এর আওতায় রেজিস্ট্রেশনভুক্ত রোগীদের জন্য বিজয় দিবসে সারাদিন ও অন্যান্য দিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ৫০ ভাগ ছাড় দেওয়া হবে। এক হাজার টাকায় সিবিসি, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন আর/ই, আলট্রাসনোগ্রাম করার সুযোগ থাকছে। হেলথ ক্যাম্পে থাকছে ডায়াবেটিস ও ডেন্টাল চেক-আপ ফ্রি।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম বলেন, সামাজিক দায়বন্ধতার অংশ হিসেবে আমরা এই ধরনের আয়োজন করে থাকি বিশেষ দিনগুলিতে। বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারো আমরা হতদরিদ্র পরিবারের ১০ জন শিশুকে সুন্নতে খাতনা (মুসলমানী) করানোর ব্যবস্থা করেছি। তাদেরকে ওষুধপত্রও বিনামূল্যে প্রদান করবো। এ ছাড়া ওষুধ ছাড়া পাঁচ হাজার টাকার বিশেষ প্যাকেজে থাকবে সুন্নাতে খাতনা করার সুযোগ। আগ্রহীদের ১৫ ডিসেম্বরের মধ্যে ০১৯৭৮০৯৮০৮৮, ০৯৬১৩৪৪৫৫৪৪ নম্বরে ফোন করে নাম রেজিস্ট্রেশন করতে হবে।