পীরগঞ্জের জনপ্রতিনিধিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা
নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ (পীরগঞ্জ উপজেলা) আসনের বিভিন্ন পর্যায়ের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি শ্রদ্ধা নীরবতা পালন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, চৈত্রকোল ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্, ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, কুমেদপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল, শানেরহাট ইউপি চেয়ারম্যান মেছবাহুর রহমান, পাঁচগাছি ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন ও কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোনায়েম সরকার মানু, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য খলিলুর রহমান মন্ডল।
শ্রদ্ধা নিবেদনকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।