বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ৭৪ দেশকে অর্থসহায়তা দেবে বিশ্বব্যাংক

৭৪ দেশকে অর্থসহায়তা দেবে বিশ্বব্যাংক 

করোনার ধাক্কা মোকাবিলাসহ বিভিন্ন কর্মসূচির জন্য বুধবার (১৫ ডিসেম্বর) ৯ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।বাংলাদেশসহ বিশ্বের ৭৪টি স্বল্পআয়ের দেশকে অর্থসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।এটি আন্তর্জাতিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের (আইডিএ) পক্ষ থেকে সবচেয়ে বড় সম্পূরণ প্যাকেজ। বরাদ্দ তহবিলের মধ্যে ২ হাজার ৩৫০ কোটি ডলার দিচ্ছে উচ্চ ও মধ্যম আয়ের ৪৮টি দেশ।আইডিএ তহবিল সাধারণত ৩ বছর পরপর সম্পূরণ করা হয়। তবে করোনার কারণে সবশেষ অর্থায়ন এক বছর এগিয়ে নেওয়া হয়েছিল, যা ২০২৫ সালের জুন মাস পর্যন্ত চলবে।বিশ্বব্যাংক বলছে, এই তহবিল দেশগুলোকে মহামারি, আর্থিক ধাক্কা এবং প্রাকৃতিক দুর্যোগসহ ভবিষ্যতের সংকট মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone