বাংলাদেশ-মালয়েশিয়া কর্মী নিয়োগে সমঝোতা স্মারক সই
কর্মী নিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে স্থানীয় সময় বেলা ১১টায় হিলটন হোটেলে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার পক্ষে স্বাক্ষর করেন সেদেশের মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রমতে নতুন সমঝোতা স্মারকে কর্মীদের সর্বোচ্চ অভিবাসন ব্যয় নির্ধারণ করা হচ্ছে ১ লাখ ৬০ হাজার টাকা। এতে আগের মতো সরকারি প্রক্রিয়ার সম্পৃক্ততা অর্থাৎ জিটুজি প্লাস পদ্ধতি থাকছে না। সেই সঙ্গে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে যুক্ত হচ্ছেন মালয়েশিয়ার এজেন্টরা। বাংলাদেশ অংশে কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্সির সংখ্যার কোনো বাধ্যবাধকতা থাকছে না। সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে গতকাল রাতেই মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের অনরা হলেন প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি ও উপপরিচালক সুষমা সুলতান।