যুক্তরাজ্যে করোনার বিধি-নিষেধের বিরুদ্ধে বিক্ষোভ
যুক্তরাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট রোধে নতুন করে জারি করা হয়েছে কড়াকড়ি। আর এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে লন্ডনে। আন্দোলনকারীদের সাথে দফায়-দফায় সংঘর্ষ বাঁধে পুলিশের।ডাউনিং স্ট্রিট ও পার্লামেন্ট স্কয়ারে জড়ো হয় প্রায় ৫ হাজার বিক্ষোভকারী। বিধি-নিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। এ সময় করোনা টিকার বিরুদ্ধেও শ্লোগান দেয় আন্দোলনকারীরা।পার্লামেন্ট স্কয়ারের পথে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হয় মিছিলটি। এ সময় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে দু’পক্ষই। পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ কর্মকর্তাসহ আহত হয় অনেকে।এ দিকে, যুক্তরাজ্যে হঠাৎ আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা সংক্রমণ। চাপ বেড়েই চলেছে হাসপাতালগুলোতে। দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজারের ওপর।