লিডস ইউনাইটেডকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে আর্সেনাল। লিডস ইউনাইটেডকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৬ মিনিটেই গোলের দেখা পায় আর্সেনাল। গানারদের লিড এনে দেন মার্টিনেল্লি। ২৮ মিনিটের সময় নিজের দ্বিতীয় গোল তুলে আর্সেনালের লিড বাড়িয়ে নেন এই তরুণ ব্রাজিলিয়ান। ৪২ মিনিটে বুকায়ো সাকা গোল করলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গানাররা। ৭৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে রাফিনহা গোল করলে ব্যবধান কমায় লিডস। অবশ্য ৮৪ মিনিটে এমিল স্মিথ রো’র গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
Posted in: খেলা