রংপুর মেডিকেল কলেজে আগুন
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। মেডিকেলের মূল ভবনের চারতলার একটি ওয়ার্ডে আজ সোমবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।আব্দুর রাজ্জাক জানান, আজ সোমবার সকাল ১০টা ১২ মিনিটে রমেকের একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এর পরই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজে রওয়ানা দেয়।এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ।আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।