বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ 

আগামীতে বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মারিন শুহ গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এ আশা প্রকাশ করেন তিনি।এসময় নভেম্বরে ফ্রান্স সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। সাক্ষাতের বিষয়ে পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।শেখ হাসিনাকে উদ্ধৃত করে তিনি বলেন, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধন রয়েছে। ফ্রান্স সরকার ও জনগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন করেছিল।ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মারিন শুহ বলেন, তার সরকার কোভ্যাক্সের আওতায় ১ দশমিক ২ মিলিয়ন করোনার ভ্যাকসিন দেবে। তিনি আরও জানান, ফ্রান্স ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি হতে যাচ্ছে এবং একই মাসে ইন্দো-প্যাসিফিক শীর্ষ সম্মেলন করতে চলেছে। এ সামিটে তারা বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে।ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেন জিন-মারিন। বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূতের কাজের প্রশংসা করে, আফগানিস্তানে ফ্রান্সের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ায় বিদায়ী রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone