৩১ বছরের আক্ষেপ ঘোচাল আবাহনী
দীর্ঘ ৩১ বছর পর স্বাধীনতা কাপের মুকুট ফিরে পেল আবাহনী লিমিটেড। এর আগে সর্বশেষ ১৯৯০ সালে এই ট্রফি নিয়ে উদ্যাপনে মেতেছিল দলটি। এরপর স্বাধীনতা কাপ বারবার আবাহনীকে হতাশা উপহার দিয়েছে। ৯টি টুর্নামেন্টে দুবার ফাইনালে উঠেও হেরেছে তারা।তবে, সে আক্ষেপটা দূর হলো। ফাইনালে বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারিয়েছে মারিও লেমোসের শিষ্যরা।কমলাপুর স্টেডিয়াম গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। প্রথমার্ধে বসুন্ধরার চেয়ে আবাহনীই বেশি আক্রমণে উঠেছে। ২৫ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েও রাফায়েল অগুস্তো বল তুলে দেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমানের হাতে। প্রথমার্ধে বলার মতো একটা আক্রমণই ছিল বসুন্ধরা কিংসের। প্রায় ৩৫ গজ দূর থেকে স্তোয়ান ভ্রানিয়েসের নেওয়া আচমকা শট ফিস্ট করে ফেরান আবাহনীর গোলরক্ষক মাহফুজ।বিরতির পর ৫৩ মিনিটে অগাস্টিনের পাস থেকে আবাহনীকে লিড এনে দেন রাকিব। ৬১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন গোমেজ। ৭২ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন এই ব্রাজিলিয়ান। ১৯৯০ সালের পর দ্বিতীয়বারের মত স্বাধীনতা কাপের শিরোপা জিতল আবাহনী।