কোহলি খুব ঝগড়াটে : সৌরভ গাঙ্গুলী
বিরাট কোহলিকে নিয়ে আলোচনা যেন থামছেই না। সীমিত ওভারের ফরম্যাট থেকে নেতৃত্ব হারানোর পর থেকেই তিনি আলোচনায়। এবার সে আলোচনা আরও উসকে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী। সম্প্রতি গুরগাওঁয়ের এক অনুষ্ঠানে কোহলিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন বিসিসিআইপ্রধান।ওই অনুষ্ঠানে সৌরভের কাছে ক্রিকেটারদের আচার-আচরণ নিয়ে জানতে চান অনেকেই। তখন অনেককে নিয়েই কথা বলেন সৌরভ। প্রসঙ্গ ওঠে কোহলিরও। কিন্তু কোহলিকে নিয়ে বলতে গিয়ে মানসিকতাকে পছন্দ করার কথা জানিয়ে নেতিবাচক মন্তব্যও করে ফেলেন সৌরভ।সৌরভ বলেন, ‘বিরাট কোহলির মানসিকতা আমার ভালো লাগে। তবে ও বড্ড বেশি ঝগড়া করে।’অবশ্য সৌরভ গাঙ্গুলী যে অনুষ্ঠানে নিতান্ত রসিকতার মুডে ছিলেন, সেটা বোঝা যায় তাঁর আরও একটি মন্তব্যে। ব্যক্তিগত জীবনে চাপ নিয়ে জিজ্ঞাসা করা হলে বোর্ড সভাপতি মজার ছলে বলেন, ‘জীবনে কোনো কিছুই চাপের নয়। চাপ তো শুধু বউ আর গার্লফ্রেন্ডরা দেয়।’সম্প্রতি সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে দায়িত্ব দিয়েছে ভারত। কিন্তু, নেতৃত্বের বদল আসার পরপরই রোহিত-কোহলির মধ্যকার সম্পর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। খবর : হিন্দুস্থান টাইমস।