‘বজরঙ্গি ভাইজান টু’ আসছে
বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত, দর্শকনন্দিত চলচ্চিত্র ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নির্মাণ হবে। এ ঘোষণা দিয়েছেন স্বয়ং ভাইজান। ‘আরআরআর’ সিনেমার মুক্তিপূর্ব এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন সালমান খান। বলেছেন, দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য লিখবেন ‘বাহুবলি’ পরিচালক এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। রাজামৌলি ও ‘আরআরআর’ টিমকে সমর্থন দিতে ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান। বিমানবন্দর থেকে সরাসরি আয়োজনস্থলে পৌঁছান বলিউড ভাইজান।আয়োজনে করণ জোহর, এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট উপস্থিত ছিলেন। অজয় দেবগনের যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার দরুণ তিনি উপস্থিত হতে পারেননি।