ফিলিপাইনের সুপার টাইফুন রাইয়ের আঘাতে মৃতের সংখ্যা ৩৭৫
ফিলিপাইনে সুপার টাইফুন রাইয়ের আঘাতে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত ৩৭৫ জন মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ। আহত হয়েছেন আরও ৫০০ জন। অনুসন্ধান চলছে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে। দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থার দাবি সিয়ার্গাও, দিনাগাত এবং মিন্দানাও অঞ্চলে প্রায় ৯৫ শতাংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। টাইফুন পরবর্তী চিত্রকে ‘পুরোপুরি ধ্বংসলীলা’ হিসেবে উল্লেখ করেছে উদ্ধারকারী দলগুলো। তারা বলছে, যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে ক্ষয়ক্ষতি পরিমাপ করা কঠিন। অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ফিলিপাইন রেডক্রসের প্রধান রিচার্ড গর্ডন বলেন, উপকূলীয় অঞ্চলগুলিতে ২য় বিশ্বযুদ্ধের বোমা হামলার চেয়ে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে। ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সব টুকরো টুকরো হয়ে গেছে। আশ্রয়হীন প্রায় ৪ লাখ মানুষ।