বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » এলো মানুষের মতো অনুভূতি সম্পন্ন রোবট চার্লি

এলো মানুষের মতো অনুভূতি সম্পন্ন রোবট চার্লি 

image_80509_0

প্রযুক্তি ডেস্ক : দেশি-বিদেশি নানা রকম কল্পবিজ্ঞানের গল্প আর সিনেমায় বার বার উঠে এসেছে মানুষের মতো অনুভূতি সম্পন্ন রোবটের কথা। যা এতদিন আটকে ছিলো কেবল কল্পনাতেই। কিন্তু এবার কল্প বিজ্ঞানের পাতা থেকে এক লাফে বাস্তবে চলে এল সেই রোবট। যার নাম ‘চার্লি’।

যন্ত্রমানব হলেও চার্লি যেমন হাঁটতে, কথা বলতে, গাইতে পারে। তেমনি অনায়াসে চিনে নিতে পারে মানুষের বিভিন্ন অনুভূতি। এছাড়া মস্তিষ্কের আঘাত, ডিমেনসিয়া, অটিজমের মতো কঠিন অসুখে আক্রান্তদের সাহায্য করার ক্ষমতা রাখে চার্লি। চার্লি হয়ে উঠতে পারে বৃদ্ধ বয়সের অবলম্বনও। চার্লি যেমন ইন্টারনেটের মাধ্যমে বয়স্কদের সঙ্গে সমাজের ও তাদের আত্মীয়দের যোগসূত্রে বজায় রাখতে পারবে তেমনি পাঠাতে পারবে ই-মেইলও। নিয়মিত তাদের স্বাস্থ্যের দিকে নজরে রাখতেও পারবে।

ভারতের ইনিস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) প্রাক্তন ও বর্তমানে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজীব খোসলা তৈরি করেছেন এই বিশেষ রোবটটিকে।

এর আগে বিজ্ঞানীরা পশু-পাখি, পতঙ্গদের মতো রোবট তৈরি করতে চেয়েছেন বার বার। বাদুর, টিকটিকি, আরশোলা এমনকি মানুষের আদলেও তৈরি হয়েছে কিছু রোবট। কিন্তু এখনও পর্যন্ত যত রোবট তৈরি হয়েছে বলা হচ্ছে তার মধ্যে চার্লি উন্নততম।

জানা যায়, ২০ সেন্টিমিটার লম্বা ‘চার্লি’ মানুষের মেজাজ আর মুখের অঙ্গভঙ্গীর সঙ্গে তালমিলিয়ে মানুষের চাহিদা বুঝতে সক্ষম। মোট ১১টি ভাষায় কথা বলতে পারে সে। বলতে পারে হিন্দি, তামিল, চাইনিজও।

চার্লির আবিষ্কর্তা রাজীব খোসলা জানান, ভাষা, সংস্কৃতি, জীবনধারার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত করা যাবে এই যন্ত্রমানবকে। তিনি আশা করেছেন ভিন্ন সংস্কৃতির মধ্যে মেলবন্ধন তৈরি করতে পারবে চার্লি।

একটি ভিডিওতে রাজীব খোসলা জানিয়েছেন, মূলত বৃদ্ধ-বৃদ্ধাদের কথা ভেবেই তিনি চার্লিকে তৈরি করেছেন। এই যন্ত্রমানবের সাহায্যে তিনি চান সমাজে বয়স্ক মানুষরা আরও বেশি স্বনির্ভর হয়ে উঠুন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone