যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার কথা সত্য নয় : শাকিব খান
অভিনেতা শাকিব খান ‘আমেরিকায় স্থায়ী হচ্ছেন’ শিরোনামে সম্প্রতি কিছু গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। কিন্তু এই খবর সত্যি নয় বলে জানিয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নায়ক।শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে গণমাধ্যমকে জানিয়েছেন, আমার যুক্তরাষ্ট্রে থাকা নিয়ে অনেকেই বিভিন্ন কথা বলছেন। যারা কথা বলছেন তারা এই বিষয়ে কিছু না জেনেই কথা বলছেন।নায়ক জানান, যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার কথা সত্য নয়। এখানে আমার স্থায়ী হওয়ার কথা উঠছে কেন? আমি চাইলে আগামী মাসেই দেশে যেতে পারি। দেশ ছাড়ার মতো কিছু হয়নি। এখানে সিনেমার কাজ করতে এসেছি।অভিনেতা গ্রিন কার্ডের বিষয়ে জানান, আমেরিকার সরকার সম্মান জানিয়ে বিভিন্ন দেশের তারকাদের ‘গ্রিন কার্ড’ দেয়। এটা সবাইকে দেয় না। করোনার আগে আমি দেশে থাকতেই গ্রিন কার্ড ঠিক হয়েছিল। আর এর অর্থ এই না আমি দেশ ছাড়ছি।