যেসব তারকাদের নাম এসেছে পানামা পেপারস কাণ্ডে
পানামা পেপারস কেলেঙ্কারিতে ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে সোমবার (২০ ডিসেম্বর) টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দেশটির অর্থনৈতিক দুর্নীতি তদন্তে গঠিত ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্থ কেলেঙ্কারির এই ঘটনায় কেবল বিশ্বসুন্দরীই নয়, আরও খ্যাত নামা তারকাদের নামও জড়িয়েছে।জানা গেছে, এই কাণ্ডে পাঁচ শতাধিক ভারতীয়দের নাম রয়েছে। এই পর্যন্ত দুইশ’ জনের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে ইডি। এদের মধ্যে অভিনেতা, ক্রীড়াবিদ ও ব্যবসায়ীসহ একাধিক বিশিষ্টজনের নাম রয়েছে। তাদের সবার বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার অভিযোগ রয়েছে।প্রকাশ্যে আসা পানামা পেপারসে দাবি করা হয়েছে, চারটি শিপিং সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন। যার আর্থিক মূল্য ৫ থেকে ৫০ হাজার ডলার।ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপে অবস্থিত মেরিলবোন এন্টারটেইনমেন্ট লিমিটেড সংস্থার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হচ্ছেন বলিউড তারকা অজয় দেবগন। এছাড়া ভারতের সবচেয়ে বড় রিয়েল এস্টেট ডেভেলপার কেপি সিংয়ের নামও জড়িয়েছে পানামা পেপারস মামলায়। রিয়েল এস্টেট ফার্ম ইন্ডিয়াবুলসের মালিক সমীর গেহলটের নামও উল্লেখ রয়েছে নথিতে। তালিকায় অন্তর্ভুক্ত অন্যরা হলেন সান গ্রুপের হেড নন্দ লাল খেমকার ছেলে শিব বিক্রম খেমকা, অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজির ছেলে জাহাঙ্গীর সোরাবজি, দিল্লি লোকসত্তা পার্টির প্রাক্তন নেতা অনুরাগ কেজরিওয়াল, মেহরাসন জুয়েলার্সের মালিক নবীন মেহরা, আন্ডারওয়ার্ল্ড ডন ইকবাল মির্চির স্ত্রী-এর নামও।