দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
দিবারাত্রির টেস্টে নয় ম্যাচের নয়টিতেই জয় তুলে নিল অস্ট্রেলিয়া। গোলাপি বলে অজিদের সবশেষ শিকার ইংল্যান্ড। অ্যাডিলেড টেস্টে ২৭৫ রানের বিশাল জয় তুলে অ্যাশেজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। ৪ উইকেটে ৮২ রান নিয়ে পঞ্চম দিন টেস্ট বাঁচানোর লড়াইয়ে নামে ইংল্যান্ড। তবে দিনের শুরুতেই ব্যর্থ হন অলি পোপ। মিচেল স্টার্কের বলে খোঁচা দিয়ে সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভেন স্মিথের হাতে ক্যাচ তুলে দেন তিনি। একপ্রান্ত আগলে রেখে ম্যাচ বাঁচানোর চেষ্টা করলেও দলীয় রান ১০০ পেরোনোর পরই প্যাভিলিয়নের পথে হাঁটেন বেন স্টোকস। নাথান লায়নের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন এই অলরাউন্ডার। স্টোকসের বিদায়ের পর ক্রিস ওকসকে নিয়ে দারুণ এক জুটি গড়েন বাটলার। দুজনের ১৯০ বলে ৬১ রানের জুটি ম্যাচ বাঁচানোর আশা খানিকটা জিইয়ে রেখেছিল। তবে ৯৭ বলে ৪৪ রান করে ওকস আউট হলে কঠিন হয়ে যায় ম্যাচ বাঁচানো। তবুও একপ্রান্ত আগলে ছিলেন বাটলার। ওকসের পর তাকে সঙ্গ দিয়ে থাকেন অলিভার রবিনসন। তবে দ্বিতীয় সেশন শেষ হওয়ার ঠিক আগে রবিনসনও ফিরেছেন ৩৯ বলে ৮ রান করে। ম্যাচের বাকি গল্পটুকু মনে রাখতে চাইবে না ইংলিশরা। যে বাটলারকে আউট করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছিল অজিরা, সেই বাটলার নিজেই তার উইকেট খুইয়ে বসলেন। ঝাই রিচার্ডসনের বলে হিট উইকেটে সাজঘরে ফেরেন ২০৭ বলে ২৬ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে। ম্যাচসেরা হন মার্নাস লাবুশানে।