আশুলিয়ায় ২ লাশ উদ্ধার
এইদেশ এইসময়, সাভার : সাভারের আশুলিয়ায় বৃস্পতিবার দুপুরে পৃথক ঘটনায় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ । আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, শিমুলিয়া ইউনিয়নের নাল্লাবোল্লা এলাকায় ফিরোজা বেগম নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে । তার স্বামীর নাম আ. রহমান । স্বামী আ. রহমান জানান পোষাক কারখানায় চাকরি করতে চায় ফিরোজা বেগম। চাকরি করতে বাধা দেওয়ার বুধবার গভীর রাতে বিষপানে আত্মহত্যা করে। অপরদিকে ধামসোনা ইউনিয়নের মাঝরাইল গ্রামে মোহাম্মদ আলী নামে এক যুবক পানিতে পড়ে আত্মহত্যা করে । সে মোন্নাফ আলী ছেলে । এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. সেলিম মিয়া জানান নিহত দুই ব্যাক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে । এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।