বিবাহিত-অন্তঃসত্ত্বা ঢাবির হলে থাকতে পারবেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবাহিত ছাত্রীরা আবাসিক হলে থাকতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল বাছির বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে বিবাহিত এবং অন্তঃসত্ত্বা ছাত্রীরা হলে থাকতে পারবেন। কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্তঃসত্ত্বা ছাত্রীর ক্ষেত্রে তার শারীরিক সুস্থতার জন্য পারিবারিক পরিবেশে থাকা জরুরি।ছাত্রীদের হলে আসন বণ্টন সম্পর্কিত নীতিমালায় বলা আছে, কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না।