বিয়ের পরিকল্পনা করছে সিদ্ধার্থ-কিয়ারা
নতুন বছরেই বিয়ের পরিকল্পনা করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। অনেকদিন থেকেই সিদ্ধার্থ ও কিয়ারার প্রেমের গুঞ্জন উড়ছে। ‘শেরশাহ’ সিনেমায় এই জুটির রসায়ন তাদের নিয়ে আলোচনা আরো বাড়িয়ে দিয়েছে। যদিও এখনো প্রেমের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি এই দু’জন। তবে প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতে যান তারা।সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম নিয়ে তাদের ঘনিষ্ঠ একজন সূত্র বলেন, ‘তাদের সম্পর্ক এখনো বিয়ের সিদ্ধার্থ পর্যন্ত পৌঁছায়নি। এক সূত্র জানান, ইতোমধ্যে পরস্পরের পরিবারের সঙ্গে দেখা করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। খুব শিগগির প্রেমের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা। নতুন বছরেই তাদের বিয়ের পিঁড়িতে দেখা যেতে পারে।