আবারও ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত
ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আবারও এক পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলটের নাম উইং কমান্ডার হারশিত সিনহা। শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির রাজস্থান রাজ্যের জয়সালমিরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের জয়সালমিরের ওয়েস্টার্ন সেক্টরে মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের বিষয়ে জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় বিমান বাহিনী ১৯৬৩ সালে প্রথম সিঙ্গল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান হাতে পেয়েছিল। তবে এই বিমানকে ঘিরে বরাবরই নানা প্রশ্ন উঠেছে। শুক্রবারের ঘটনাসহ চলতি বছরে এ নিয়ে ৫টি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।