এলপিএলের শিরোপা জিতল জাফনা কিংস
প্রথম আসরের পর এবার দ্বিতীয় আসরেরও শিরোপা জিতেছে জাফনা কিংস। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে হাম্বান্টোটায় অনুষ্ঠিত ফাইনালে গল গ্ল্যাডিয়েটর্সকে ২৩ রানে হারিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে জাফনা কিংস। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জাফনা কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন অভিষকা ফার্নান্দো। এছাড়া টম কোহলার-ক্যাডমোর ৫৭, রহমানউল্লাহ গুরবাজ ৩৫, শোয়েব মালিক ২৩ ও থিসারা পেরেরা ৯ বলে অপরাজিত ১৭ রান করেন। গলের পক্ষে উইকেটগুলো শিকার করেন মোহাম্মদ আমির, নুয়ান থুসারা ও সামিত প্যাটেল।জয়ের লক্ষ্যে খেলতে নেমে বিধ্বংসী শুরু পেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি গল। পাওয়ার-প্লের প্রথম ৪.১ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৬৩ রান। এর পরই ২১ বলে ৫৪ রান করে আউট হয়ে যান দানুশকা গুনাথিলাকা। পরের বলেই ওয়ানডাউনে নামা বেন ডাঙ্ক গোল্ডেন ডাক মারেন। আর কেউ ঝড়ো ইনিংস এনে দিতে পারেননি।ফলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান দাঁড় করাতে সক্ষম হয় গল গ্ল্যাডিয়েটর্স।
সংক্ষিপ্ত স্কোর
জাফনা কিংস : ২০১/৩ (২০ ওভার) অভিষকা ৬৩, কোহলার-ক্যাডমোর ৫৭*,সামিত ৩২/১, থুসারা ৩৩/১
গল গ্ল্যাডিয়েটর্স : ১৭৮/৯ (২০ ওভার) গুনাথিলাকা ৫৪, কুশল মেন্ডিস ৩৯,চতুরঙ্গ ১৫/২, হাসারাঙ্গা ৩০/২
ফল : জাফনা কিংস ২৩ রানে জয়ী।