ব্যাটিং পরামর্শক হয়ে ফিরছেন জেমি সিডন্স
১০ বছর পর আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন জেমি সিডন্স। তবে হেড কোচ হয়ে নয়। ৫৭ বছর বয়সি সিডন্সকে এবার ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। শুক্রবার মিরপুর স্টেডিয়ামে পরিচালনা পর্ষদের দ্বিতীয় বোর্ডসভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় আসবেন সিডন্স। তার কাজের পরিধি ঠিক করবে বিসিবি। বোর্ড সভাপতির দেওয়া তথ্য মতে, জাতীয় দলের বাইরে প্রতিভাবান ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন তিনি। ব্যাটিং ক্যাম্প করা, এইচপিতে ব্যাটিং নিয়ে কাজ করাই হবে তার মূল কাজ। গড়ে তুলবেন আগামীর ব্যাটসম্যান।