১০ হাজার রানের ক্লাবে অ্যারন ফিঞ্চ
টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান ক্লাবের সদস্য হলেন অস্ট্রেলিয়া ওপেনার অ্যারন ফিঞ্চ।চলমান বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের ১৭তম ম্যাচে পার্থ স্কোচার্সের বিপক্ষে ৪৩ বলে ৬৮ রানের ইনিংস খেলে ১০ হাজার রান ক্লাবে প্রবেশ করেন মেলবোর্ন রেনেগেডসের ফিঞ্চ। টি-টোয়েন্টিতে ১০ হাজার রান পূর্ণ করতে ৩৩২ ম্যাচ খেলেছেন তিনি। সংক্ষিপ্ত ভার্সনে ফিঞ্চের রান এখন ১০ হাজার ৪৮। ফিঞ্চের আগে টি-টোয়েন্টি ১০ হাজার রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল-কাইরন পোলার্ড, পাকিস্তানের শোয়েব মালিক, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ভারতের বিরাট কোহলি।
Posted in: খেলা