‘নৌ-সড়কপথ কোথাও যাত্রীরা নিরাপদ নয়’
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ শনিবার এক বিবৃতিতে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে ওই ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, নৌপথ-সড়ক পথ কোথাও যাত্রীরা নিরাপদ নয়। ইতিপূর্বে সংঘঠিত লঞ্চডুবি ও দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়িদের বিচার ও শাস্তি না হওয়াই একের পর এক দুর্ঘটনা ঘটছে। নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
নেতৃবৃন্দ আরো বলেন, আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ লঞ্চের কাঠামো ঠিক আছে কি না, ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহন করে কিনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ আছে কিনা, অগ্নি নির্বাপনের জন্য প্রশিক্ষিত কর্মী দল আছে কিনা তার যথাযথ তদারকির দুর্বলতার কারণেই এ ধরণের প্রাণহানির ঘটনা ঘটছে।
বিবৃতিদাতারা হলেন, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, জোটের সদস্য সিপিবি’র সভাপতি মুজহাদিুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা শিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়ক ফখরুদ্দিন কবীর আতিক ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।