বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিহতদের ৫০ ও আহতদের ২০ লাখ ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিহতদের ৫০ ও আহতদের ২০ লাখ ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট 

60249509_101

বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিহতদের ৫০ লাখ ও গুরুতর আহতদের ২০ লাখ ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।রোববার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিট আবেদনটি করেন।তিনি বলেন, দুর্ঘটনায় মৃতব্যক্তির পরিবারকে যে সাহায্য দেয়া হচ্ছে, সেটি একেবারেই নগন্য।রিট আবেদনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটির মহাপরিচালক ও লঞ্চের মালিককে বিবাদী করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত ঘটনা উদ্ভাবনের বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) রিটের শুনানী হওয়ার কথা রয়েছে।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone