বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » আফগানিস্তানে নির্বাচন কমিশন বিলুপ্ত করল তালিবান

আফগানিস্তানে নির্বাচন কমিশন বিলুপ্ত করল তালিবান 

taliban-spokesman-zabihullah-mujahid-170821-01

আফগানিস্তানের নির্বাচন কমিশন বিলুপ্ত করেছে তালেবান সরকার। এতদিন পশ্চিমা সমর্থিত প্রশাসনের অধীনে আফগানিস্তানে এ কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হতো।আফগান সরকারের মুখপাত্র বিলাল কারিমি এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, এ ধরনের কমিশন থাকা ও কর্মকাণ্ড পরিচালনার কোনো প্রয়োজন নেই। তবে আমরা যদি প্রয়োজন মনে করি, তাহলে ইসলামিক আমিরাত এ কমিশনকে পুনরুজ্জীবিত করবে।এ ছাড়া সরকারের শান্তিবিষয়ক ও সংসদবিষয়ক আরও দুটি মন্ত্রণালয় বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান বিলাল কারিমি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone