বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বক্সিং ডে টেস্টে অদ্ভূত রেকর্ড গড়লো ইংল্যান্ড

বক্সিং ডে টেস্টে অদ্ভূত রেকর্ড গড়লো ইংল্যান্ড 

mediab4b674a0-5500-11ec-8a3f-1f6e31ff294c

বক্সিং ডে টেস্টে জয় পেতেই হবে নতুবা সিরিজ ছেড়ে দিতে হবে অস্ট্রেলিয়াকে। এমন অবস্থাতে মেলবোর্নে অদ্ভূত এক অর্ধশত করে রেকর্ড গড়েছে ইংলিশরা। অর্ধশত মানেই উচ্ছাসের, তবে এ অর্ধশতকে থ্রি লায়ন্সদের মনে কোনও আনন্দ এনে দিতে পারেনি। বরং বাড়িয়ে দিয়েছে দূর্ভাবনা। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ওভারেই রানের খাতা খোলার আগেই কোনও রান না করে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার হাসিব হামিদ। এতে করে চলতি বছরে (২০২১ সালে) রানের খাতা না খোলায় অর্ধশত পূরণ করে ইংলিশ ব্যাটাররা। হাসিব হামিদ হলেন চলতি বছরে রানের খাতা না খোলা ২৫তম ইংলিশ ক্রিকেটার।রোববার (২৬ ডিসেম্বর) অ্যাশেজের বক্সিং ডে টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাচের দ্বিতীয় ওভারেই অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ইংলিশ ওপেনার হামিদ। এক পঞ্জিকাবর্ষে এক দলের ব্যাটারদের শূন্যের ‘অর্ধশতক’ পূর্ণ করার দ্বিতীয় ঘটনা এটি। এর আগের রেকর্ডটিও ছিল ইংল্যান্ডের। ১৯৯৮ সালে একই ঘটনার জন্ম দেয় তারা। সে বছর ২৮ জন ইংলিশ ব্যাটার ৫৪ বার শূন্য রানে আউট হন। শূন্য রানে আউট হওয়ার এমন রেকর্ডে তিন নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০০ সালে ক্যারিবিয়ানরা ৪৪ বার ‘ডাক’ মেরেছিল। এর আগের বছর অস্ট্রেলিয়ান ব্যাটাররা ৪০ বার একই রেকর্ড করে। এই রেকর্ডের পঞ্চম স্থানে ভারত। ২০১৮ সালে তাদের ব্যাটাররা ৩৯ বার শূন্য রানে আউট হন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone