জাপানে রেকর্ড তুষারপাত
জাপানের উত্তর ও পশ্চিমাঞ্চলে একদিনে রেকর্ড তুষারপাত হয়েছে। জাপানের আবহাওয়া বিভাগ বলছে, নিগাতা ও গুনমায় গত তিনদিন ধরে ভারী তুষারপাত হয়েছে। কোথাও ৬ ফুটের মতো বরফ জমা হয়েছে। ফলে বিদ্যুৎহীন রয়েছে ১০ হাজারের বেশি পরিবার।ইওজাওয়া ও সুকিয়িনো শহরের মধ্যে থাকা কান এতসু এক্সপ্রেসওয়েতে বরফের কারণে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে। গেল কয়েক বছরের মধ্যে এ বছরই এতো তুষারপাত হচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
Posted in: আর্ন্তজাতিক