আফগানিস্তানে নারীদের বিক্ষোভে গুলি
আফগানিস্তানে নারীদের বিক্ষোভে গুলি চালিয়েছে তালেবান সদস্যরা। রাজধানী কাবুলে সমঅধিকারের দাবিতে নারীরা বিক্ষোভ শুরু করলে তাদের ওপর হামলা চালায় তালেবান। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিন নিজেদের সমঅধিকারের দাবিতে রাস্তায় নামেন বেশ কয়েকজন নারী। দেশটিতে নারীদের জন্য কেনো শিক্ষাগ্রহণ বন্ধ থাকবে তার উত্তর চান তারা। একইসঙ্গে খাদ্য ও কাজের ব্যবস্থা করে দিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।এক নারী বিক্ষোভকারী বলেন, নারী বিষয়ক মন্ত্রণালয় যেভাবে বন্ধ করা হয়েছে ঠিক একইভাবে তারা আমাদের ঘরবন্দি করতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের পাশে দাঁড়াচ্ছে না।তালেবান আফগান সেনাদের খুঁজে বের করে হত্যা করছে বলেও অভিযোগ করেন নারী আন্দোলনকারীরা।