চলে গেলেন ম্যারাডোনার ছোট ভাই হুগো
আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার ভাই হুগো ম্যারাডোনা মারা গেছেন। নাপোলির সাবেক এ ফুটবলার ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইতালিয়ান ক্লাব নাপোলি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।হুগো ১৯৮৭ সালে বড় ভাই ডিয়েগোর পথ ধরে ডাক পান নাপোলিতে। তবে ভাইয়ের মতো কিংবদন্তি হয়ে উঠতে না পারলেও রায়ো ভায়েকানো, র্যাপিড ভিয়েনাসহ বিশ্বের বেশকিছু ক্লাবে খেলেছেন তিনি।
Posted in: খেলা