আইসিসির বর্ষসেরার মনোনয়ন পেলেন ‘৪’ ক্রিকেটার
২০২১ সালে অনেক রেকর্ডেরই সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। আর বছর জুড়েই ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন খেলোয়াড়রা। এবার সেই ক্রিকেটারদেরই স্বীকৃতি দিতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। আর সেটিরই ধারাবাহিকতায় বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য চার জনের নাম ঘোষণা করেছে আইসিসি। তারা হলেন- ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন। এই চার জনের মধ্যে যে কোনো একজন সেরা নির্বাচিত হবেন।