আজ এশিয়া কাপের ফাইনাল
স্পোর্টস ডেস্ক : ১২তম এশিয়া কাপের ফাইনাল আজ। শনিবার দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা।
পাঁচ জাতির পাঁচ জাতীর এই টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই ছিটকে পড়েছে বাংলাদেশ, ভারত ও আফগানিস্তান। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলে আসছে পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে যারাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবে, চ্যাম্পিয়নস ট্রফি ধরা দেবে তাদেরই হাতে।
এশিয়া কাপের গত আসরে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। ট্রফি অক্ষুন্ন রাখতে এবারো প্রাণপণ লড়াই করবে পাকিস্তান।
এদিকে, বাংলাদেশ সফরে টানা ম্যাচ জিতে ফর্মের তুঙ্গে রয়েছে লঙ্কানরা। চলতি এশিয়া কাপে নিজেদের চার ম্যাচেই টানা জিতেছে অ্যাঞ্জোলো ম্যাথিউসের দল।
এশিয়া কাপের ফাইনালের আগে খানিকটা দুশ্চিন্তায় পাকিস্তান। দলের নির্ভরযোগ্য বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে। ম্যাচ উইনার শহীদ আফ্রিদি চোট পেয়েছেন। নিজেকে ফিট মনে করলে আজ খেলতেও পারেন আফ্রিদি। ওপেনার সারজীল খান ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি। আহমেদ শেহজাদের কাঁধে ব্যথা পেয়েছেন। পেস বলার উমর গুল মাংসপেশীতে চোট পেয়েছেন।
এতসব সমস্যার পরও জয়ের টার্গেট নিয়ে মাঠে নামবে পাকিস্তান। শুক্রবার অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন পাক অধিনায়ক মিসবাহ-উল-হক।
অধিনায়ক বলেন, শেষ দুই ম্যাচে আমরা দারুণ খেলেছি। জয়ের মধ্যে আছে দল, এটা ভালো দিক। সবাই ভালো পারফরমেন্স করছে। পজিটিভ ক্রিকেট খেললে আমরা ভালো লড়াকু ইনিংস খেলতে পারব।’