বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » এসএসসি ও সমমানে পাসের হার ৯৩.৫৮

এসএসসি ও সমমানে পাসের হার ৯৩.৫৮ 

২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছর এই হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। একই সঙ্গে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।এবার সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪.০৪ শতাংশ, মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮.৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩.২২ শতাংশ।ঢাকা বোর্ডে পাসের হার ৯৩.১৫ শতাংশ। সবেচেয়ে বেশি জিপিএ ফাইভ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৫৩০ জন।তবে সবেচেয়ে বেশি পাসের হার এসেছে ময়ময়নসিংহ বোর্ডে। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৭.৫২ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১০ হাজার ৯২ জন।এছাড়াও রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.৭১ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ৬২৬ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। যশোর বোর্ডে পাসের হার ৯৩.০৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন। সিলেট বোর্ডে পাসের হার ৯৬.৭৮ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৯০.১৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১০ হাজার ২১৯ জন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone