চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
করোনা থেকে সেরে উঠে শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। গাড়িতে ওঠার সময় হাতও নাড়ান।হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌরভের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার রাতে ঠিকমতো খাওয়া-দাওয়া করেছেন। ভালো ঘুম হয়েছে। শারীরিক বিভিন্ন অবস্থাও স্বাভাবিক আছে। তাই শুক্রবার সকালে সৌরভের রিপোর্ট আসার পরই ‘দাদাকে’ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।করোনাভাইরাস থেকে সেরে উঠলেও চিকিৎসকদের পরামর্শে আপাতত ১৪ দিন বেহালার বাড়িতে সৌরভকে নিভৃতবাসে থাকতে হবে। মেনে চলতে হবে করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ। খেতে হবে ওষুধ।হাসপাতাল সূত্রে খবর, ভিটামিন সি জাতীয় ট্যাবলেট নিয়মিত তাকে নিতে হবে। ফুসফুস যাতে স্বাভাবিক থাকে, সেজন্য উষ্ণ ভাপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।