বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, January 11, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ভারতীয় গণমাধ্যম ঘোষিত বর্ষসেরা একাদশে বাংলাদেশেরই ৩ জন

ভারতীয় গণমাধ্যম ঘোষিত বর্ষসেরা একাদশে বাংলাদেশেরই ৩ জন 

14383411111

টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ক্রিকেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজিত হয়েছে ২০২১ সালে। বছর শেষে বিভিন্ন ফরম্যাটে সেরা ক্রিকেটার বাছাইয়ের প্রক্রিয়াও শুরু করে দিয়েছে আইসিসি। বিভিন্ন গণমাধ্যমও প্রকাশ করছে ক্রিকেটারদের বর্ষসেরা একাদশ। ভারতীয় গণমাধ্যম ‘স্পোর্টসকিডা’ ঘোষণা করেছে বর্ষসেরা ওয়ানডে একাদশ। সেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।

স্পোর্টসকিডা’র প্রকাশিত বর্ষসেরা ওয়ানডে একাদশে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মুস্তাফিজুর রহমান। মুশফিককে দেওয়া হয়েছে একাদশটির উইকেটরক্ষকের দায়িত্বও। দলটির অধিনায়ক হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে।

সবচেয়ে বেশি তিনজন করে খেলোয়াড় রয়েছেন আয়ারল্যান্ড ও বাংলাদেশের। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার রয়েছেন  দুজন। শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তানের একজন করে ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন।

একনজরে স্পোর্টসকিডা’র বর্ষসেরা ওয়ানডে একাদশ

১) পল স্টার্লিং

২) জানেমান মালান

৩) বাবর আজম (অধিনায়ক)

৪) রাসি ভ্যান ডার ডুসেন

৫) সাকিব আল হাসান

৬) মুশফিকুর রহীম (উইকেটরক্ষক)

৭) সিমি সিং

৮) দুশমান্থা চামিরা

৯) জশ লিটল

১০) সন্দ্বীপ লামিচানে

১১) মুস্তাফিজুর রহমান

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone