ফ্রি কেনাকাটার নতুন সাইট বেচাবিক্রি.কম
প্রযুক্তি ডেস্ক : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি। এখন ঘরে বসে করা যায় কেনাকাটা। বিনামূল্যে এ সুবিধা দিতেই যাত্রা শুরু করেছে বাংলাদেশের ফ্রি ক্লাসিফাইট অনলাইন সপ বেচাবিক্রি.কম (www.bechabikri.com)।
শুক্রবার থেকে দেশের যে কোনো স্থান থেকে নতুন বা পুরাতন পণ্যের ফ্রি বিজ্ঞাপন পোস্ট করা যাবে এ সাইটটিতে। শুধু পণ্যের বিস্তারিত বিবরণ, মোবাইল নাম্বার, কোন জেলা, পণ্যের মূল্য ইত্যাদি সংযুক্ত করতে হবে।
বিভিন্ন জায়গা ঘুরে যাচাই করে কেনাকাটার যে চল ছিল এখনো সেটা রয়েছে। সঙ্গে যোগ হয়েছে ইন্টারনেট ভিত্তিক এ শপিং। বেচাবিক্রি.কম এর মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স পণ্য, ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা, ফার্নিচার ও ডিভাইস খুব সহজে ঘরে বসেই বিক্রি ও কিনতে পারবেন। এছাড়া ফ্রিতে দেয়া যাবে যে কোনো বিজ্ঞাপন।
যারা নতুন অথবা পুরাতন পণ্য বিক্রি ও ক্রয় করতে চান, তারা শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন করে যখন খুশি, যত খুশি বিজ্ঞাপন দিতে পারবেন। শুধু তাই নয় এখানে বাসা ভাড়াসহ পত্রিকার চাকরির বিজ্ঞাপনও খুঁজে পাবেন খুব সহজে।